Thursday, June 6, 2013

ধ-1|          ধর্মের ঢাক আপনি বাজে।
Virtue has its own reward.
Brave actions never need a trumpet.
ধ-2|         ধরি মাছ না ছুঁই পানি।
ধরি মাছ না ভরে কাঁদা তার নাম হলো শাহজাদা।
Give a dog a bad name and hung him.
ধ-3|         ধান দিয়ে লেখাপড়া শিখা।
To be imperfect educated.
ধ-4|         ধান ভানতে শিবের গীত।
To beat about the bush.
Saying something totally irrelevant to the present occasion.
ধ-5|         ধারের কড়ি কড়ি নয়, (ফাঁসির) দড়ি।
A man in debt is caught in net.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।