Tuesday, June 4, 2013

শ-1|         শঠে শঠাং সমাচারে।
Tit for tat.
শ-2|        শত্রুর শত্রু আমার বন্ধু হয়।
The enemy of my enemy is my friend. (arab)
শ-3|        শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও।
Give the devil his due.
শ-4|        শরীরের নাম মহাশয় যাহা সওয়াবে তাই সয়।
We first make our habits, and then our habits make us.
শ-5|        শশুড় বাড়ী মথুরাপুরী (মধুরহাড়ি), তিন দিন পর ঝাঁটার বাড়ি।
Fish and visitors smell in three days.
শ-6|        শাক দিয়ে মাছ ঢাকা।
Hide in superficial way.
To try to hush something up, when it already known to many.
শ-7|        শাস্তি না দিলে ছেলে শাসন হয় না।
Spare the rod spoil the child.
শ-8|        শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।
A tree is known by its fruit.
শ-9|        শিখেছিলে কোথায়? ঠেকে ছিলাম যেখানে।
Learn by experience.
শ-10|     শুধু কথায় চিড়া ভেজে না।
Fair (fine) words butter no parsnips.
শ-11|     শুন্য কলসী বাজে বেশী।
Empty vessals sound much.
Too much talk ends nothing.
শ-12|     শুন্যে দূর্গ বানানো।
Build castle in the air.
শ-13|     শুভ সূচনায় অর্ধেক।
Well begun is half done.
A thing begun is half done.
শ-14|     শুভস্য শীঘ্রম।
Delays are dangerous.
শ-15|     শেষ ভাল যার সব ভাল তার।
All’s well that ends well.
He laughs best who laughs last.

শ-16|     শেষ রক্ষাই রক্ষা।
All’s well that ends well.
He laughs best who laughs last.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।