Thursday, June 6, 2013

চ-1|          চক চক করিলেই সোনা হয় না।
All that glitters is not gold.
Trust not appearance.
চ-2|         চক্ষু মন্দ তো জগৎ মন্দ।
All seems yellow to the jaundiced eye.
চ-3|         চর্চায় সিদ্ধি লাভ হয়।
Practice makes a man perfect.
চ-4|         চঞ্চল মতির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না।
A rolling stone gathers no moss.
চ-5|         চন্দ্রেরও কলঙ্ক আছে।
No rose without thorns.
There is no unmixed good.
There are less to every wine.
চ-6|         চাচা আপন প্রাণ বাঁচা।
Every man is for himself.
Everyone for himself.
Everyone looks after his own interest.
চ-7|         চালুনি বলে, ছুচ, তোর মাথায় একটা ফুটো।
The pot calls kettle black.
Soucepan should not call the kettle black.
চ-8|         চিকিত্সা অপেক্ষা প্রতিকার ভাল।
Prevention is better than cure.
চ-9|         চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা।
Stealing is beneficial untill being caught.
Nothing like stealing if it goes undetected.
চ-10|      চেনা বামুনের পৈতা লাগে না।
Good wine needs no bush.
A known man needs no recommendation.
চ-11|      চেষ্টা ছাড়া কিছুই হয় না।
Nothing venture, nothing have.
চ-12|      চেষ্টার অসাধ্য কাজ নাই।
Try your best, and you will win.
Man can do everything.
চ-13|      চোখ সব কিছু দেখে কেবল নিজেকে দেখে না।
Eyes cannot see themselves.
চ-14|      চোখ হল মনের জানালা।
The eyes are the window of the soul.
চ-15|      চোখের আড়াল, মনের আড়াল।
Out of sight, out of mind.
Absence begets forgetfulness.
চ-16|      চোর পালালে বুদ্ধি বাড়ে।
To lock (shut) the stable-door when the steed is stolen.
To be wise after the event.
After death comes the doctor.
চ-17|      চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান হতে।
He runs with the hare and hunts with the hunts.
চ-18|      চোরে চোরে মাসতুতো ভাই।
Birds of a same feather, flock together.
Like draws like.
চ-19|      চোরে না শুনে ধর্মের কাহিনী।
The devil would not listen to the scriptures.
You cannot reform a rogue.

চ-20|     চোরের সাক্ষী গাঁট কাটা।
As is the party so is the witnesses.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।