Thursday, June 6, 2013

আ-1|      আঁধার ঘরের মানিক।
Bright gem in a dark cave.
আ-2|     আঁস্তাকুড়ের পাত কখনও স্বর্গে যায় না।
An ignoble person can never continue in a noble company.
আ-3|     আকাঙ্খার শেষ নেই।
Ambition has no rest.
আ-4|     আকাঠা নায়ের সাজন বেশী।
Empty vessels sound much.
আ-5|     আকাশ কুসুম রচনা করা।
Build castle in the air.
আ-6|     আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।
He who spits against the wind spits against the own face.
আ-7|     আকৃতির চেয়ে প্রকৃতি দামী।
Handsome is he that handsome does.
আ-8|     আগাছার বাড় বেশী।
All weeds grow apace.
আ-9|     আগে ঘর তবে তো পর।
Charity begins at home.
আ-10|  আঙ্গুর ফল টক।
Grapes are sour.
One blames what one cannot get.
আ-11|  আটখুরা কোন মানুষ না। (ঈহুদীপ্রবাদ)
A man is not man until he has a son.
আ-12|  আতুরে নিয়ম নাস্তি।
Necessity knows no evil.
আ-13|  আত্নচ্ছিদ্রং ন জানাতি পরচ্ছিদ্রং পদেপদে।
The pot calls the kettle black.
Saucepan should not call the kettle black.
আ-14|  আত্ননং বিদ্ধি।
Know thyself.
আ-15|  আদরের ডাল-ভাতও ভাল, বিনা আদরের পোলাও-কোরমাও ভাল না।

আ-16|  আপ্‌ ভালা তো জগৎ ভালা।
To the pure all things are pure.
আ-17|  আপন কখনো পর হয় না।
Blood is thicker than water.
আ-18|  আপন ঘরে সবাই রাজা।
Every dog is a lion at home.
আ-19|  আপন চরকায় তেল দাও।
Oil your own machine.
Mind your own business.
Let well alone.
Don’t poke your nose into the affairs of others.
আ-20| আপনাকে জানো।
Know thyself.
আ-21|  আপনার ভাল পাগলেও বুঝে।
Even a fool knows his business.
আ-22| আপনি বাঁচলে বাপের নাম।
Self preservation is the first law of nature.
আ-23| আপনি শুতে ঠাই পায় না শংকরাকে ডাকে।
He who has nothing to spare must not keep a dog.
The needy should not be lavish of their gifts.
আ-24| আবল তাবল না বলে আসল কথায় আসো।
Don’t beat around (about) the bush- get to the point.
আ-25| আমড়া গাছে আম হয় না।
You cannot make a silk purse out of a sow’s ear.
আ-26| আমরা কাজেই বাঁচি, বয়সে নয়।
We live in deeds, not in years.
আ-27| আয় বুঝে ব্যয় কর।
Cut your coat according to your cloth.
Spend within your means.
আ-28| আরম্ভ করলে আর শেষ করতে কতক্ষন?
A thing begun is half done.
Well begun is half done.
আ-29| আলোর নীচেই অন্ধকার।
The nearer the church, the further from God.

আ-30| আসলের চেয়ে সুদ মিষ্টি।
Interest is sweeter than the Principal.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।