Tuesday, June 4, 2013

র-1|          রক্তের টান বড় টান।
Blood is thicker than water.
র-2|         রাই কুড়াতে কুড়াতে বেল হয়।
Many a little makes a mickle.
Many a penny makes a pound.
র-3|         রাখে আল্লাহ মারে কে?                       
God favours, all favour.
র-4|         রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।
While the kings make war, the civilians die.
র-5|         রাত দিন পালাক্রমে আসে।
Light alternates with darkness.
Joy and sorrow come by turn.
র-6|         রূপে মজিও না।
Trust not appearances.
র-7|         রোখা কড়ি চোখা মাল।
Good value for ready money.
র-8|         রোগী মরলে ডাক্তার আসে।
After death comes the doctor.
র-9|         রোজ একটা ভাল ফল খেলে বদ্যির কাছে ধর্না দিতে হয় না।
An apple a day keeps the doctor away.
র-10|      রোম নগরী এক দিনে তৈরী হয় নাই।
Rome was not biolt in a day.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।