Thursday, June 6, 2013

ভ-1|         ভড়া কলসি নড়ে না।
Still waters run deep.
ভ-2|        ভয় করলে ভয় আপনি এসে পড়ে।
Harm watch, harm catch.
To be over-cautious is to be trapped.
ভ-3|        ভাই ভাই ঠাঁই ঠাঁই।
Brothers will part.
ভ-4|        ভাগের মা গঙ্গা পায় না।
What belongs to all belongs to none.
Everybody’s business is nobody’s business.
An ass that is a common property, is always worst saddled.
Too many cooks spoil the broth.
ভ-5|        ভাগ্য সাহসীদের পক্ষে।
Fortune favours the brave.
ভ-6|        ভাগ্যবানের বোঝা ভগবানে বয়।
Fortune favours the brave.
ভ-7|        ভাগ্যবানের বৌ মরে, হতভাগার গাভী।
Who lost his wife can marry; who lost his cows can do nothing.
What is lotted can’t be blotted.
ভ-8|        ভাগ্যে যা আছে তাই হবে।
What is lotted can’t be blotted.
ভ-9|        ভাগ্যের লিখন না যায় খন্ডন।
What is lotted can’t be blotted.
ভ-10|     ভাঙ্গা মন জোড়া লাগে না।
Lost credit is like a broken glass.
ভ-11|     ভাত পায় না চা খায়।

ভ-12|     ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন।
Look before you leap.
Think before you act.
ভ-13|     ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
Look before you leap.
Think before you act.
ভ-14|     ভাবেতে মজিলে মন কি বা হাড়ি কি বা ডম।
Love is blind.
One may fall in love with anybody.
Love looks not with eyes, but with the mind.
ভ-15|     ভাল কাজের পুরষ্কার লাগে না।
Virtue is its own rewarded.
ভ-16|     ভাল (ভদ্র) হইতে পয়সা লাগে না।
Civility costs nothing.
Honesty costs nothing.
ভ-17|     ভালভাবে বোকা সাজতে গেলে বুদ্ধিমান হতে হয়।
It’s a cunning part part to play the fool well.
ভ-18|     ভালভাবে যুদ্ধ আরম্ভ করলে জয়ের স্পষ্ট আভাস পাওয়া যায়।
A good beginning is half the battle.
ভ-19|     ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়া।
Beggars must not be choosers.
ভ-20|    ভিক্ষার চালে কেউ উন্নতি করতে পারে না।
None can prosper by begging.
ভ-21|     ভিমরুলের চাকে হাত দেওয়া।
To stir up a hornet’s nest.
ভ-22|    ভীরুরা মরার আগেই দ’বার মরে।
Cowards die many times before their death.

ভ-23|    ভুল মানুষেরই হয়।
Too err is human.
Even the saints sometimes err.
None but a fool is always right.
It is natural for man to make mistakes.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।