Thursday, June 6, 2013

উ-1|         উঁচু গাছেই বেশী ঝড় লাগে।
High winds blow on high hills.
উ-2|        উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।
Morning shows the day.
The morning shows the day.
Child is father to the man.
উ-3|        উঠলো বাই, তো কটক যাই।
To act on the spur of the moment.
উ-4|        উঠোন পেরুলেই অর্ধেক সফর।
A thing begun is half done.
Well begun is half done.
উ-5|        উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
Ill got, ill spent.
উ-6|        উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
The boot is on the wrong leg.
One doth the scathe, and another hath the scorn.
উ-7|        উদ্যোগ (প্রচেষ্টা) ছাড়া কিছুই হয় না।
Nothing venture, nothing have.
উ-8|        উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা বেশী ভাল।
Example is better than precept.

উ-9|        উলু বনে মুক্তা ছড়ানো।
To cast pearls before swine.
Cast pearl before swine.
Pearls before swine.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।