Thursday, June 6, 2013

ছ-1|          ছাই ফেলতে ভাঙ্গা কুলা।
To get ride of one who has served the purpose.
What is fit for what.
ছ-2|         ছাই মাখলেই সন্যাসী হয় না।
It is not the hood that makes the monk.
ছ-3|         ছিদ্রেষনার্থ বহুলী ভবন্তী।
A little leak will sink a great.
ছ-4|         ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেড়োয়।
Give him an inch and he will take an ell.
ছ-5|         ছুঁচো মেরে হাত গন্ধ।
Sue a beggar and get a bush.
ছ-6|         ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা।
To build castle in the air.
ছ-7|         ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
Don’t nag me, and leave me in peace.
ছ-8|         ছেলের হাতের মোয়া।
Child’s plaything.
ছ-9|         ছোট দোষও বড় ক্ষতি করে।
A little leak will sink a great.


No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।