পৃষ্ঠাসমূহ

Thursday, June 6, 2013

আ-1|      আঁধার ঘরের মানিক।
Bright gem in a dark cave.
আ-2|     আঁস্তাকুড়ের পাত কখনও স্বর্গে যায় না।
An ignoble person can never continue in a noble company.
আ-3|     আকাঙ্খার শেষ নেই।
Ambition has no rest.
আ-4|     আকাঠা নায়ের সাজন বেশী।
Empty vessels sound much.
আ-5|     আকাশ কুসুম রচনা করা।
Build castle in the air.
আ-6|     আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।
He who spits against the wind spits against the own face.
আ-7|     আকৃতির চেয়ে প্রকৃতি দামী।
Handsome is he that handsome does.
আ-8|     আগাছার বাড় বেশী।
All weeds grow apace.
আ-9|     আগে ঘর তবে তো পর।
Charity begins at home.
আ-10|  আঙ্গুর ফল টক।
Grapes are sour.
One blames what one cannot get.
আ-11|  আটখুরা কোন মানুষ না। (ঈহুদীপ্রবাদ)
A man is not man until he has a son.
আ-12|  আতুরে নিয়ম নাস্তি।
Necessity knows no evil.
আ-13|  আত্নচ্ছিদ্রং ন জানাতি পরচ্ছিদ্রং পদেপদে।
The pot calls the kettle black.
Saucepan should not call the kettle black.
আ-14|  আত্ননং বিদ্ধি।
Know thyself.
আ-15|  আদরের ডাল-ভাতও ভাল, বিনা আদরের পোলাও-কোরমাও ভাল না।

আ-16|  আপ্‌ ভালা তো জগৎ ভালা।
To the pure all things are pure.
আ-17|  আপন কখনো পর হয় না।
Blood is thicker than water.
আ-18|  আপন ঘরে সবাই রাজা।
Every dog is a lion at home.
আ-19|  আপন চরকায় তেল দাও।
Oil your own machine.
Mind your own business.
Let well alone.
Don’t poke your nose into the affairs of others.
আ-20| আপনাকে জানো।
Know thyself.
আ-21|  আপনার ভাল পাগলেও বুঝে।
Even a fool knows his business.
আ-22| আপনি বাঁচলে বাপের নাম।
Self preservation is the first law of nature.
আ-23| আপনি শুতে ঠাই পায় না শংকরাকে ডাকে।
He who has nothing to spare must not keep a dog.
The needy should not be lavish of their gifts.
আ-24| আবল তাবল না বলে আসল কথায় আসো।
Don’t beat around (about) the bush- get to the point.
আ-25| আমড়া গাছে আম হয় না।
You cannot make a silk purse out of a sow’s ear.
আ-26| আমরা কাজেই বাঁচি, বয়সে নয়।
We live in deeds, not in years.
আ-27| আয় বুঝে ব্যয় কর।
Cut your coat according to your cloth.
Spend within your means.
আ-28| আরম্ভ করলে আর শেষ করতে কতক্ষন?
A thing begun is half done.
Well begun is half done.
আ-29| আলোর নীচেই অন্ধকার।
The nearer the church, the further from God.

আ-30| আসলের চেয়ে সুদ মিষ্টি।
Interest is sweeter than the Principal.

No comments:

Post a Comment