Tuesday, June 4, 2013

হ-1| হাঁপাতে হাঁপাতে কাজ হয় না।
       A painting dog cannot be a hunting dog.

হ-2| হাটে হাঁড়ি ভাঙ্গা।
       The cat is out of the bag.
       To wash one’s dirty linen in public.

হ-3| হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।
      Fools rush in where angels fear to tread.

হ-4| হাতে পাওয়া অল্পও ভাল, পরের হাতের বেশীও কিছু নয়।
      A bird in the hand is worth two in the bush.

হ-5| হাতের ঢিল ছুড়লে আর ফেরে না।
      The shaft once shot does not return.
      What is done cannot be undone.

হ-6| হাতের ঢিল ছোড়া হয়েছে।
      The die is cast.

হ-7| হারামের আরাম নাই।
      Ill got ill spent.

হ-8| হাসিও পায়, দুঃখও হয়।
      One does not know whether to laugh or weep.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।