Thursday, June 6, 2013

ত-1|        তলোয়ার হাতে থাকলে শিয়ালও বাঘ বনে যায়।
Sword makes a man soldier.
ত-2|        তাড়াতাড়িতে জিনিস খারাপ হয়।
Haste makes waste.
ত-3|        তাড়াহুড়ায় ক্ষতি হয়।
তাড়াতাড়ির কাজ শয়তানের।
Haste makes waste.
ত-4|        তাল পুকুর নাম কিন্তু ঘটি ডুবে না।
Long title but little purse.
Appearance is deceptive.
ত-5|        তাহার সংসার অচল।
He can hardly keep the wolf from the door.
ত-6|        তিলক কাটলেই বৈষ্ণব হয় না।
It is not the hood that makes a monk.
ত-7|        তিলকে তাল করা।
To make a mountain of a molehill.
Magnify trifles.
ত-8|        তিলকে তাল করিও না।
Don’t raise a tempest in a ten pot.
ত-9|        তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে।
What eill be will be.
What is lotted cannot be blotted.
ত-10|    তেলা মাথায় তেল দেওয়া।
To carry coal to Newcastle.
Help one who needs no help.
ত-11|     তেহি নো দিবসা গতাঃ।
Oh the times! Oh the manners.
The old merry times are no more.
ত-12|    তোমার ইচ্ছা পুরনের জন্য নিজেকে উপযুক্ত কর।
First deserve then desire.
Only must not to desire also to be deserved.
ত-13|    তোষামদে বোকা মজে।
Flattery is the food of fools.

ত-14|    ত্যাজ্য দুর্জন সংসর্গম।
Better alone than in bad company.

No comments:

Post a Comment

স্বাগতম

বহু পরিশ্রমের ফসল এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য। আপনি আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

এই ব্লগকে আরও সমৃদ্ধ করতে যেকেউ আমাকে প্রবাদ বাক্য সরবরাহ করলে তা আপনার নাম সহ এই ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের সহযোগিতা কাম্য।

ধন্যবাদ।